বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
মোঃ শহিদুল ইসলাম, কালের খবর :
কানাইঘাট,ভয়াবহ বন্যার কবলে আক্রান্ত সিলেটের কানাইঘাট থানার রাজাগঞ্জে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ও রেডক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ঢাকা থেকে অভিজ্ঞ ডাক্তার ও মেডিকেল টিম দ্বারা দিনব্যাপি বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় । চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।
তিনি অসহায় ও বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, এই বন্যা নিঃসন্দেহে গরীব ধনী সকলের জন্য আল্লাহর পরীক্ষা। আমরা কোন অবস্থাতেই যেন আল্লাহকে ভুলে না যাই। সামর্থ্যবানরা তাদের সাধ্যমতো ত্রাণ সাহায্য দিয়ে যেমনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তেমনি আপনারা ধৈর্য্য ধারন করেও আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আমরা এ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হবো।যেকোনো দূর্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কে কাছে পাবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,মানবিক কর্মকান্ডে বিএমএসএফ নেতৃবৃন্দ এক অনন্য উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম সাগর, দৈনিক সিলেটের দিনকালের বার্তা সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, বিএমএসএফের কেন্দ্রীয় সদস্য মফিজুর রহমান।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ মুন্নী আক্তার, ডাঃ শুভাশিস, ডাঃ বাহার উদ্দীন,পল্লী চিকিৎসক ডাঃ নজরুল ইসলামসহ ৪সদস্যের মেডিকেল টিম।
উল্লেখ্য, বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল ক্যাম্পে রেডক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটির সদস্যগণ সহযোগিতা করেন। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ ও রাজাগঞ্জ ইউনিয়নের যুবসমাজের সদস্যবৃন্দ শৃঙ্খলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।