রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। কালের খবর ফ্যাসিস্ট আ.লীগের নেতা মোঃ কামরুল ইসলাম নান্টুর রাজধানী ঢাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ পতিতা, মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। কালের খবর
বিমানকর্মীরা স্বর্ণ চোরাচালানে জড়ালে কঠোর ব্যবস্থা : আবু সালেহ মোস্তফা কামাল। কালের

বিমানকর্মীরা স্বর্ণ চোরাচালানে জড়ালে কঠোর ব্যবস্থা : আবু সালেহ মোস্তফা কামাল। কালের

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

বিমানকর্মীরা স্বর্ণ চোরাচালানে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ মোস্তফা কামাল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করতেই এ সভা করে বিমান কর্তৃপক্ষ।

Nagad

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার ২৯ হাজার হজযাত্রী বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন ৪ হাজার ৫৬৪ জন। আর এ সেবা দেওয়া হবে বিমানের নিজস্ব উড়োজাহাজ দিয়ে। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করবে। বিমানের সবগুলো ফ্লাইটই হবে ডেডিকেটেড।

সভায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘অন্যান্য বছর হজযাত্রী পরিবহনে দুই থেকে আড়াই মাস সময় পাওয়া যেত। এবার এক মাসেরও কম সময়। তাই নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।’ হজযাত্রায় উড়োজাহাজ লিজ নেওয়া হবে কিনা- জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এবার কোনো উড়োজাহাজ লিজ নেওয়া হচ্ছে না। প্রত্যেকবার হজের শুরুতে হজযাত্রী কত হবে সেটা অনিশ্চিত থাকে। এবারও তা-ই ছিল। এ কারণে দুটি বিমান লিজ নেওয়ার কথাও ছিল। তবে শেষমেশ যাত্রীসংখ্যা কম হওয়ায় আমাদের আর উড়োজাহাজ ভাড়া করতে হচ্ছে না।’ জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘ইতোমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই।’

ঢাকা-টরন্টো প্রথম ফ্লাইট ২৮ জুন পরিচালনা করা হবে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক। এই গন্তব্যের জন্য বিজনেস লাইসেন্স এখনো পাওয়া যায়নি জানিয়ে মোস্তফা কামাল বলেন, ‘বিমান ২৮ জুনেই যাবে (টরন্টো)। যদি সময় একটু বেশি লাগে তা হলে তারিখটা হয়তো একটু পেছাবে। তবে টিকিট ছাড়তে পারছি না, কারণ বিলিং অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যানিংয়ের সঙ্গে ট্রাভেল এজেন্সির একটা সম্পর্ক আছে। এ সমন্বয়ের জন্য যে বিজনেস লাইসেন্স লাগে সেটি এখনো পাইনি। এসব না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেবল ওয়েবসাইটের টিকিট দিয়ে ফ্লাইট পরিচালনা সম্ভব না।’

ইজিপ্ট এয়ার থেকে ২০১৪ সালের ১১ মার্চ দুটি উড়োজাহাজ ভাড়া নেয় বিমান, যা ছিল ত্রুটিপূর্ণ। বিমানের তাতে লোকসান হয় বলে গণমাধ্যমে সংবাদ আসে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল গতকাল বুধবার বিমানের বলাকা ভবনে তদন্ত করতে যায়। এ বিষয়ে জানতে চাইলে সংস্থাটির এমডি মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি সংসদীয় কমিটিতে ছিল। তারা সেটি দুদকে রেফার করেছে। সেটির পরিপ্রেক্ষিতে দুদকের দল এসেছে। আমরা তাদের স্বাগত জানাই। দুদক যেন নির্বিঘেœ তাদের কাজ শেষ করতে পারে সেজন্য বিমানের লোকজন সেখানে কাজ করছে। সর্বোচ্চ সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।’

মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন বিমান এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদার, পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান, বিএফসিসির মহাব্যবস্থাপক শামসুল করিম, গ্রাহক সেবার পরিচালক মো. সিদ্দিকুর রহমান, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ যাহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং সেকশনের এয়ার কমোডর মৃধা মো. একরামুজ্জামানসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com