সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
আহমেদ সাজু ( সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্ত্বর থেকে কচুয়া রোডে অগ্রণী ব্যাংকের নিচতলার তিন ভাই সুপার মার্কেট এ আল আমিন ইলেকট্রনিকস নামে যমুনা গ্রুপের একটি শাখা উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার বলেন,যেহেতু সখীপুরে প্রথম যমুনা ইলেকট্রনিক্সের শাখা তাই এটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সমৃদ্ধ হোক।এ অনুষ্ঠানে নজরুল ইসলামের পরিচালনায় যমুনা গ্রুপের বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক তানভীর রহমান বলেন,সখীপুর একটি সম্ভবনাময় এলাকা হিসেবে আল আমিন ইলেকট্রনিক্সের জন্যে যমুনা গ্রুপের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। যমুনা ইলেকট্রনিকসের শাখা ব্যবস্থাপক ও আল আমিন ইলেকট্রনিকসের সত্তাধিকারী এবং সাবেক প্যানেল মেয়র মন্জুরুল হক মজনু বলেন,আমি প্রতিষ্ঠানটি চালু করেছি যাতে সখীপুরেরসহ আশেপাশের উপজেলার মানুষ কম মূল্যে যমুনার সঠিক পন্য ক্রয় করতে পারে।এ সময় যমুনার সেলস অফ এরিয়া ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, সাবেক কাউন্সিলের মত এমন উল্লেখযোগ্য ব্যক্তি দিয়ে শাখা পরিচালিত হলে যমুনা পণ্যের ব্যাপক প্রসার ঘটবে। উল্লেখ্য,রবিবার সকালে ফিতা কেটে সখীপুর বাজার মসজিদের ইমাম মাধ্যমে মোনাজাত করে সখীপুরে প্রথম যমুনা ইলেকট্রনিক্সের শাখা উদ্বোধন করা হয়।