শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ল’ রিপোর্টার্স ফোরামের ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার, সহ-সভাপতি বাসসের সিনিয়র রিপোর্টার দিদারুল আলম, সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক হয়েছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ হয়েছেন নিউজবাংলা টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার আবদুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টিভির স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন দৈনিক মুখপাত্র সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, ঢাকা মেইল ডটকমের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক ও ঢাকা প্রকাশের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম।
২০২২-২৩ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আশরাফুল আলম। অপর দুই কমিশনার ছিলেন দৈনিক আমাদের সময়ের ডেপুটি এডিটর মিজান মালিক ও দৈনিক আমার কাগজের বিশেষ প্রতিনিধি তোফায়েল হোসেন।