সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
নবীনগরে ৯৮ শিক্ষা ব্যাচের উদ্যোগে বনাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কালের খবর

নবীনগরে ৯৮ শিক্ষা ব্যাচের উদ্যোগে বনাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কালের খবর

নবীনগর ( ব্রাহ্মনবাড়ীয়া ) প্রতিনিধি, কালের খবর :

বন্ধুত্ব,একতা অগ্রগতি।
এই মূল মন্ত্রে ব্রত হয়ে সামাজিক অবক্ষয় রোধে মানবিক নবীনগর গঠনে করণীয় শীর্ষক স্লোগানকে বুকে ধারণ করে এস এস সি ৯৮ ব্যাচ নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

“বন্ধু ছিলি বন্ধু আছিস বন্ধু থাকবি”
যে যেখানেই রইবে,ভালোবাসার বন্ধনে জড়িয়ে রইবি সারাটি জীবন।
যে যেই পেশায় আছিস নিজেকে উজাড় করে সবার কাছে তুলে ধরবি,বিশ্বাস বন্ধনে আবদ্ধ করে রাখবি।

এমন মানবিক বোধ নিয়ে এবারই প্রথমবারের মতো জমকালো আয়োজনে উদযাপন হয়েছে নবীনগর উপজেলা ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী।

শুক্রবার সকালে ৯৮ ব্যাচের শিক্ষার্থী পৌর এলাকার বাসিন্দা মোহাম্মদ রকিব উদ্দিন খান রাকিব এর সমন্বয়ে এই মিলন মেলায় নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৩০ জন ছাত্র ছাত্রী টি শার্ট পরে সেখানে উপস্থিত হন।

সেখান থেকে সবাই ব্রেন্ডপার্টি নিয়ে নবীনগর শহরের বিভিন্ন রাস্তাঘাটে আনন্দ র্যালী করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে ব্যাচের বন্ধু আশরাফুল হক ও সুস্মিতা দাস এর যৌথ সঞ্চালনায় পরিচিতি সভা আলোচনা ও নিজেদের লক্ষ্য তুলে ধরেন সবাই।
ব্যাচের শিক্ষার্থী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ,সহকারী অধ্যাপক ডাক্তার, ইঞ্জিনিয়ার রাজনৈতিক নেতা,সরকারী বেসরকারী উচ্চ পদস্থ চাকুরীজীবি তথা (সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজিবি),ব্যবসায়ী সাংবাদিক,শিক্ষক সবাই মন খুলে তাদের অনুভূতি প্রকাশ করেন।

দিনভর অনুভূতি প্রকাশ,মাঝখানে নামাজ ও মধ্যাহৃ ভোজন পরে বিকালে এক আনন্দঘন সাংস্কৃতিক গানের আসর বসে সেখানে।
ব্যাচের বন্ধুরা উল্লাসে এই গান উৎসবে শৈশবের মতো আনন্দে মেতে ওঠে।

এর আগে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্যাচের শিক্ষার্থীরা এই গ্রুপটিকে আরো বৃদ্ধি, উপজেলার সকল জড়ে পড়া বন্ধুদেরকেও সম্পৃক্ত করার পাশাপাশি মানবিক কর্মকান্ড পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতি বছর এই আনন্দ উৎসব চালু রাখতে সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com