সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে মানববন্ধন। কালের খবর মাদারীপুরে ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন,খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ পোহাচ্ছ। কালের খবর বিদ্যুৎ খাতের দুর্বৃত্তদের বিচার করতে হবে। কালের খবর মাদারীপুরে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনে দুই পরিবারেরই আপত্তি। কালের খবর মাদারীপুরের কালকিনি উপজেলায় শিকারমঙ্গল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কালের খবর “পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে”-সাবেক এমপি শাহজাহান চৌধুরী। কালের খবর সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত। কালের খবর সীতাকুণ্ডে আওয়ামী ব্যবসায়ী নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মার্কেট ভাংচুরের অভিযোগ। কালের খবর নবীনগরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কালের খবর দুই হাজার নেতা কর্মী গণ সংবর্ধনা দিলো বিএনপি নেতা তজু মিয়াকে। কালের খবর
নাসু বাহিনী ও আনসারদের অত্যাচার থেকে রেহাই পেতে নির্যাতিতরা মানববন্ধন করেছে

নাসু বাহিনী ও আনসারদের অত্যাচার থেকে রেহাই পেতে নির্যাতিতরা মানববন্ধন করেছে

কালের খবর ডেস্ক : হীরাঝিল বসুমতী আবাসিক প্রকল্পের কর্ণধার নাসির উদ্দিন নাসু এবং আনসার ক্যাম্পের বিরুদ্ধে জেগে উঠেছে রাজধানীর ভাটারার নির্যাতিত মানুষরা। নাসু সেখানে যে প্রকল্প গড়ে তুলেছেন, তার সবটুকুই জবর-দখল করা।

জমি হারানো বাসিন্দারা ফিরে পেতে চায় তাদের শেষ সম্বলটুকু। জবরদখল এবং ভয়ভীতি দেখানোর জন্য নাসু ইতিমধ্যে সেখানে নিজস্ব বাহিনী (মাস্তান) এবং আনসার বাহিনীকে ব্যবহার করছে। সেখানে গড়ে উঠেছে একটি অস্থায়ী আনসার ক্যাম্পও। তাদের লেলিয়ে দেয়া হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে। নাসুর নিজস্ব বাহিনী ও আনসারদের অত্যাচার থেকে রেহাই পেতে  রবিবার সকালে ভাটারায় একটি মানববন্ধন করেছে নির্যাতিত মানুষরা।
ভাটারা মৌজার ছোলমাইদ এলাকাবাসীরা ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত জমি রক্ষার কমিটির ব্যানারে মানববন্ধনটি করা হয়। বসুমতি আবাসিক প্রকল্পের সামনে শান্তিপূর্ণ ওই মানববন্ধনে অংশ নেন কয়েক হাজার মানুষ।
এলাকাবাসী বলছেন, পৈতৃক ওয়ারিশসূত্রে পাওয়া জড়ি তারা বহুবছর ধরে ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি তাদের এই জমি কেড়ে নিয়েছে হীরাঝিল বসুমতী আবাসিক প্রকল্পের চেয়ারম্যান।

ফসলি জমিতে আনসার বাহিনী ক্যাম্প বসানো হয়েছে। বৈধ কাগজপত্র থাকলেও তারা নিজের জমির দখল পাচ্ছেন না।
ভাটারা মৌজার ছোলমাইদ এলাকাবাসীর ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত জমি রক্ষার কমিটির আহ্বায়ক আলহাজ্ব নজরুল ইসলাম ঢালীর নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান ঢালী, আতাউর রহমান ঢালী, হাজী মোশারফ হোসেন খন্দকার, দেলোয়ার হোসেন, মো. সিরাজ, মো. আতাউর রহমান মাতবর, মো. রুহুল আমীন, মো. আসাদুজ্জামান, মো. দিলু খন্দকার ও গোলাম মোস্তফা।
কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান বলেন, আমরা আমাদের জমি ফিরে পেতে চাই। তারা (নাসির উদ্দিন নাসু) কোনো জমি ক্রয় করেনি। কেন তারা আনসার বাহিনী নিয়ে এলাকাবাসীর ওপর নির্যাতন করতেছে, আমাদের গুলি করার ভয় দেখাইতেছে?
আহ্বায়ক আলহাজ্ব নজরুল ইসলাম ঢালী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাতে আমরা আমাদের জমি ফিরে পাই। আমাদের জমিতে আমরা আসতে পারছি না। আনসার বাহিনী দিয়ে নির্যাতন করা হচ্ছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. শফিকুল ইসলাম ঢালী, মো. সিরাজ ঢালী, আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, আশবুর রহমান, মো. মিলন, মো. ফারুক, মো. মাসুম, মাহাবুবুর রহমান ও রফিকুল ইসলাম। এছাড়াও জমি হারোনো কয়েক শ’ ভুক্তভোগী তাদের জমির মূল কাগজ ও দলিলাদি নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানবন্ধনে বক্তারা বলেন, হীরাঝিল বসুমতী আবাসিক প্রকল্পের নামে নাসির উদ্দিন নাসু শতাধিক বিঘা জমি জোর করে দখল করে রেখেছে। এই প্রকল্পে নাসুর এক শতাংশ জমিও নেই। এখর জবর দখল করা জমিতে নাসু স্থাপন করেছে আনসার ক্যাম্প। ওই প্রকল্পে অদি জমির মালিকরা ঢুকতে চাইলেও আনসার ও নাসুর ভাড়াটিয়া মাস্তানদের নির্যাতনের শিকার হতে হয়। ওই নির্যাতনের হাত থেকে নারী, পুরুষ এমনকি বৃদ্ধ মানুষও রেহায় পায় না। নাসুর এই নির্যাতনের হাত থেকে রেহায় চান তারা, ফিরে চান বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে। শাান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কোনো সমাধান না আসলে, আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

কলের খবর /১১ ফেব্রুয়ারি, ২০১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com