সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্হান লালমনিরহাটের শিবরাম। কালের খবর এবার ঢাকায় মহাসমাবেশের ডাক সাদপন্থিদের। কালের খবর সাদপন্থিদের কাকরাইল মসজিদে বৃহৎ জামাতে জুমা আদায়। কালের খবর রায়পুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি। কালের খবর রায়পুরায় পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটে চাঁদা দাবি। কালের খবর ঝিনাইদহের কোটচাঁদপুর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কালের খবর নতুন বাংলাদেশে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কত টুকু। কালের খবর দেবিদ্বারে মাদক কারবারী দম্পতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ। কালের খবর বাংলাদেশের রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও তারেক রহমান। কালের খবর
নবীনগরে এক ব্যাবসায়ীকে পরিকল্পিত ভাবে হত্যা করার অভিযোগ। কালের খবর

নবীনগরে এক ব্যাবসায়ীকে পরিকল্পিত ভাবে হত্যা করার অভিযোগ। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারের বিশিষ্ট ব্যাসায়ী মো. তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যাবসায়ীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
সে নবীনগর পৌরএলাকার আলমনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। গতাকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বুধবার বিকালে তিনি ব্যাসায়ী কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকায় গিয়ে সেখানকার এক ব্যাবসায়ীর দেয়া পান খেয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরে তাকে শ্বারিরিক ভাবে নির্যাতন ও একটি ব্যাংকের খালি চেকে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়। পরে রাতে আশুগঞ্জ থেকে তাকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে আসলে তার উপর শ্বারিরিক নির্যাতন ও খালি চেকে স্বাক্ষর রাখার বিষয়ে জানান।পরে রাত দুইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরন করেন।

এ বিষয়ে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন।

নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। গত কয়েক সাপ্তাহ আগে তাকে বাড়ি থেকে আশুগঞ্জ ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকায় নিয়ে চিকিৎসা করিয়েছি। এসব বিষয়ের সমাধান করে দিবে বলে বুধবার বিকেলে তাকে আশুগঞ্জ নিয়ে যাওয়া হয়।সেখানে তাকে নির্যাতন সহ খালি চেকে স্বাক্ষর করানো হয়। নিহত তাজু নিজে সেই জবানবন্দি দিয়েছেন আমাদের কাছে। এ বিষয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।

নবীনগর থানার ওসি মো. আমিনুর রশীদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না অন্য কিছু।

উল্লেখ, তাজুর ইসলাম নবীনগরে ধান-চাল মজুতের ব্যাবসা সহ জায়গাজমি বেচাকেনার সাথে জরিত ছিলো। সে স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। নানান সামাজিক কর্মকান্ডে জরিত থাকায় এলাকায় তিনি অনেক ভালো মানুষ হিসেবেও পরিচিত। তার মৃত্যুর সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com