বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
মেহেরপুর প্রতিনিধি, কালের খবর :
মেহেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সোমবার সন্ধ্যায় পৌর সবার হলরুমে অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু সহ-কমিটির সদস্যগণ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন সাংবাদিকরা জাতির বিবেক জাতির দর্পন । তাই সাদাকে সাদা কালোকে কালো বলবেন পাশাপাশি মেহেরপুরের উন্নয়নগুলো তুলে ধরবেন। ঐতিহাসিক এই মেহেরপুর কে এগিয়ে নিতে চাইলে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। এ সময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন উপস্থিত ছিলেন।