সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
মোঃ জসিম পাটওয়ারী চরফ্যাসন উপজেলা প্রতিনিধি, কালের খবর : ভোলার মনপুরা উপজেলায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট মনপুরা কতৃক মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার পাইজাল জব্দ করা হয়েছে। মৎস্য খাতের উন্নয়ন ও মৎসপ্রজনন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট মনপুরার কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ এর নেতৃত্বে কোষ্টগার্ড ( ২২ আগস্ট ) সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর২ টা পর্যন্ত মেঘনা নদীর চর সুজন, বঙ্গার চর, চর মহিষা, চর লতা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার পাইজাল আটক করেছেন।পরে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবদুল গফফার এর নির্দেশে আটককৃত ৫০ হাজার মিটার পাইজাল কোষ্টগার্ড অফিস সংলগ্ন নায়বের ঘাটে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের আউটপোস্ট মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।