আগামী ১১ আগস্ট থেকে চলমান ‘কঠোর’ বিধিনিষেধ শিথিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, সব শিল্পকারখানা খোলা থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে।
শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
আর হোটেল-রেস্তোরাঁ আসন অর্ধেক খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। আসন সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ।
করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদের পর সরকার ঘোষিত ‘কঠোর’ বিধিনিষেধ বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছিল। অবশ্য ব্যবসায়ীদের চাপে এরই মধ্যে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়া হয়।