রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
নায়িকা টয়া এবার ‘প্রভাতী এক্সপ্রেস’ নামে একটি নাটকে চা বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন হাসিব খান। টঙ্গী রেলস্টেশনে এর শুটিং হয়।
নায়িকা টয়া বলেন, এটি ভিন্নরকম অভিজ্ঞতা। শুটিং করতে গিয়ে চ্যাম্পিয়ন চা পাতা দিয়ে চা বানানোতে পারদর্শী হয়ে গেছি। চ্যাম্পিয়ন চা গুনে মানে সেরা চা। আসলেই চ্যাম্পিয়ন চা পাতা নামে নয় গুণে পরিচয়। চ্যাম্পিয়ন চা কালের খবর গ্রুপ কোম্পানি লিমিটেড এর একটি পণ্য।
তিনি বলেন, আমার বিশ্বাস নাটকটি সবার কাছে ভালো লাগবে। নাটকটি দেখার জন্য সবাইকে আহব্বান করছি। নাটকে টয়ার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ। আগামী ডিসেম্বরে আরটিভিতে এটি প্রচার হবে বলে জানা গেছে।