শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর
রাস্থায় ময়লার স্তূপ ভোগান্তিতে সাধারণ মানুষ। কালের খবর

রাস্থায় ময়লার স্তূপ ভোগান্তিতে সাধারণ মানুষ। কালের খবর

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি , কালের খবর :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কয়েকটি স্থানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মানুষের এমন ভোগান্তি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ অনেকের।

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ও চিটাগাং রোড খানকায়ে মসজিদের পূর্ব পাশে আবর্জনা না ফেলার নির্দেশনা থাকলেও নিয়মিত সেখানে ময়লা ফেলা হচ্ছে। এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক লোডের পাশে জালকুড়ি এলাকায়ও ময়লা ফেলা হচ্ছে।

সোহেল নামের এক পথচারী বলেন, এ রাস্তা দিয়ে (খানকায়ে মসজিদের পূর্ব পাশে) অনেক মানুষ চলাচল করেন। দিনের পর দিন স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হলেও এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

jagonews24

তাছাড়াও শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের পশ্চিম পাশেও নিয়মিত ময়লা ফেলা হয়। অতিবৃষ্টি হলে এ স্থানটির ময়লা সড়কে ছড়িয়ে পড়ে। এ সময় উক্ত স্থানজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যার ফলে টিকে থাকা দায় হয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্যানিটারি বিভাগের কর্মকর্তা আলমগীর হিরণ জানান, সিটি করপোরেশনে জনবলের সংকট রয়েছে। এ জনবল দিয়ে অনেক এলাকাতেই কাজ করা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীরা কাজে করে যাচ্ছে।

ওই এলাকার ময়লার স্তূপ অপসারণের বিষয়ে খুব শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com