মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
লিখিত বক্তব্যে মাসুদ বলেন, গত ২২ অক্টোবর তার অন্য দিগন্ত পত্রিকায় ‘ শাহবাগ থানা আওয়ামী লীগের হালচাল এক আতিকেই সর্বনাশ’ শিরনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, দুদক চেয়ারম্যান, আইজিপি, র্যাব মহাপরিচালক, এনএসআই ডিজি ও ডিএমপি কমিশনার বরাবর ১৫টি লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়। ওই সংবাদ কেন প্রকাশ করা হলো তার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী মোবাইল ফোনে মাসুদকে বিভিন্ন ভাবে হুমকি ও গালিগালাজ করতে থাকেন।
এক পর্যায়ে তিনি মাসুদকে হত্যারও হুমকি দেন। তিনি আরও বলেন, চামেলীর হুমকির ঘটনায় তিনি, তার পরিবার ও পত্রিকার কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। এব্যাপারে নিরাপত্তা চেয়ে যাত্রাবাড়ি থানায় একটি জিডিও করেছেন মাসুদ।
এ ব্যাপারে জানতে কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।