মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী হইতে সাবদী সড়কের প্রায় ৪ কিলোমিটারের রাস্তাটি সংস্কারের অভাবে মরন ফাঁদে পরিনত হয়েছে। স্থানীয়রা জানান, র্দীঘ দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকার পরও প্রতিদিন মারাত্বক ঝুঁকিনিয়ে এ সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে আসছে। এতে করে রাস্তাটির অধিকাংশ এলাকা জুরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও বিভিন্ন মালবাহি ট্রাক ও অন্যাণ্য যানবাহন অতিরুক্ত মাত্রায় চলাচলের কারনে রাস্তাটি ব্যবহারের অনোপযোগী হয়ে পরেছে । বিকল্প রাস্তা না থাকার কারনে কল্যান্দী, আদমপুর, নয়ানগর, দিঘলদীসহ আশে পাশের এলাকার হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাধ্য হয়ে এ রাস্তা দিয়ে চলাচল করে আসচ্ছে। এ বিষয়ে জানতে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।