কালের খবর ডেস্ক : :: নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ৭ জুলাই মঙ্গলবার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম যোগদান করেছেন । মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পিবিআই থেকে । তিনি এর আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও গোপালগঞ্জ জেলায় সার্কেল এএসপি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্য সেরা পুলিশ সুপার হিসাবে মনোনীত হয়েছিলেন। এছাড়াও পুলিশ সপ্তাহ ২০২০ সালে প্রেসিডেন্ট পদক হিসাবে পিপিএম ও ২০১৯ সালে আইজিপি ব্যাচে সর্বোচ্চ পদকপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও অসংখ্যবার শ্রেষ্ঠ সার্কেল এএসপির পুরস্কার পেয়েছেন। তিনি সাইবার ক্রাইম বিষয়ে ভারতে উন্নতর প্রশিক্ষণ গ্রহন করেছেন ।
এসপি মনিরুল ইসলাম পিপিএম ইউরোপীয়ান কমিশনের Erasmus Mundus স্কলারশীপে ইংল্যান্ড, নরওয়ে ও সুইডেনের বিশ্ববিদ্যালয় থেকে Human Rights এর উপর মাষ্টার্স ডিগ্রী এবং চুয়েট থেকে তড়িৎ প্রকৌশলী বিষয়ে ব্যাচেলার ডিগ্রী অর্জন করেন। তার নিজ জেলা চট্টগ্রামে। তিনি এক কন্যা সন্তানের জনক।