প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৭:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২০, ৬:১৫ পি.এম
নারায়ণগঞ্জ জেলা পিবিআই’র পুলিশ সুপার মনিরুল ইসলামের যোগদান। কালের খবর
কালের খবর ডেস্ক : :: নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ৭ জুলাই মঙ্গলবার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম যোগদান করেছেন । মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পিবিআই থেকে । তিনি এর আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও গোপালগঞ্জ জেলায় সার্কেল এএসপি হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্য সেরা পুলিশ সুপার হিসাবে মনোনীত হয়েছিলেন। এছাড়াও পুলিশ সপ্তাহ ২০২০ সালে প্রেসিডেন্ট পদক হিসাবে পিপিএম ও ২০১৯ সালে আইজিপি ব্যাচে সর্বোচ্চ পদকপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও অসংখ্যবার শ্রেষ্ঠ সার্কেল এএসপির পুরস্কার পেয়েছেন। তিনি সাইবার ক্রাইম বিষয়ে ভারতে উন্নতর প্রশিক্ষণ গ্রহন করেছেন ।
এসপি মনিরুল ইসলাম পিপিএম ইউরোপীয়ান কমিশনের Erasmus Mundus স্কলারশীপে ইংল্যান্ড, নরওয়ে ও সুইডেনের বিশ্ববিদ্যালয় থেকে Human Rights এর উপর মাষ্টার্স ডিগ্রী এবং চুয়েট থেকে তড়িৎ প্রকৌশলী বিষয়ে ব্যাচেলার ডিগ্রী অর্জন করেন। তার নিজ জেলা চট্টগ্রামে। তিনি এক কন্যা সন্তানের জনক।
তিনি একজন চৌকস পুলিশ সুপার হিসাবে পরিচিত। বর্তমানে তিনি পিবিআই নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে আছেন। নারায়ণগঞ্জবাসী আস্থা আর বিশ্বাসের প্রতিক হিসাবে দেখছেন পিবিআই এর এসপি মনিরুল ইসলামকে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি