শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালেে খবর :
জালালাবাদ থানাধীন চাঁনপুর সাকিন’ জামে-মসজিদের সামনে ২৯ মে এসআই অঞ্জন কুমার দাশ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন চেকপোস্ট ডিউটি করাকালে সিলেট-সুনামগঞ্জ পাকা রাস্তার উপর একটি সন্দেহভাজন সিএনজিকে সিগন্যাল দিয়া থামায়। এসময় সিএনজির ভিতরে থাকা আসামী ১। জাহাঙ্গীর আলম (২৫) পিতা-মোস্তফা মিয়া, মাতা-সাফিয়া খাতুন, গ্রাম-নলুয়া, পোঃ মঙ্গলকাটা, ২। হৃদয় তালুকদার(২১) পিতা-মনোরঞ্জন তালুকদার, মাতা- দোলন তালুকদার, ৩। মামুন আহমদ(২৩) পিতা- কামাল উদ্দিন,মাতা-নিআশা খাতুন, উভয় সাং-নবীনগর, পোঃ সুনামগঞ্জ, ৪। মোঃ নুরুজ্জামান সোহাগ(২১) পিতা-মোঃ নূরুল আমিন, মাতা-মোছাঃ খাদিজা বেগম, সাং-ঝরঝরিয়া, ৫। হৃদয় বর্মন (২১) পিতা-যগিন্দ্র বর্মন, মাতা- সুজাতা বর্মন, সাং-নবীনগর, সর্ব থানা- সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জদের দেহ তল্লাশী করিয়া তাহাদের হেফাজত হইতে সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, এবং ০১টি রেজিস্টেশন বিহীন সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই/অঞ্জন কুমার দাশ বাদী হইয়া আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-২৭, তাং-২৯/০৫/২০২০খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০(ক)/৩৮/৪১ রুজু করা হয়। ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। মামলাটি এসআই/রাজিত রায় এর তদন্ত করিবেন। বিষয়টি অফিসার ইনচার্জ, জনাব অকিল উদ্দিন আহম্মদ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।