রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন। কালের খবর

সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন। কালের খবর

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :
সিরাজগঞ্জ শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের হরিনাথপুর(পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীসহ আশপাশের ভোগান্তির শিকার এলাকাবাসী অংশ নেন।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের পুরনো রাস্তাটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাস্তার দুই পাশে ঘরবাড়ি বানিয়ে জবরদখল করে রেখেছেন। তাঁরা গ্রামবাসীর অনুরোধ এবং অসুবিধার তোয়াক্কা করেন না। উল্টো ভয়ভীতি হুমকি-ধমকি দেন। অথচ ওই রাস্তা দিয়ে প্রাইমেরি স্কুল, উচ্চ বিদ্যালয়, ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে প্রতিদিন হাজারো লোক যাতায়াত না করতে পেরে প্রায় ১ কিঃলোঃ ঘুরে যাতায়াত করতে হয়। দখলকারীদের আগ্রাসনে রাস্তাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা রাস্তাটি দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করার দাবি জানায়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে জানিয়েছে তারা।

মানববন্ধনে পোরজনা উচ্চ বিদ্যালয়ের রাহুল, আশিক, মুজুম, জোনাকি খাতুন, রোজা, তালজিলা খাতুন বলে, অনেক সময় বাজার গিয়ে ঘুরে বিদ্যালয়ের যাওয়ার সময় ইভটিজিং এর শিকার হতে হয় বিদ্যালয়ের ছাত্রীদের। মানুষের চলাচলের জন্য এ রাস্তাটি খুব দরকার। কয়েকজন অসৎ লোক জনসাধারণের বহুল ব্যবহৃত পুরনো রাস্তাটি জবরদখল করে রেখেছেন। ফলে আমাদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এব্যপারে পোরজনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন জানান, ৭২৩৭ দাগে শত বছরের পুরনো রাস্তাটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য উদ্ধতন কতৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হয়েছে। আশাকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাস্তাটির বিষয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com