বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সাইনবোর্ড প্রেস ক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত। কালের খবর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপি। কালের খবর জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যােগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী দোসরদের রক্ষা করতে এখনো স্বেরাচারীদের হয়ে কাজ করছে প্রশাসন। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ। কালের খবর রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেড ও কম্পটেক্স বাংলাদেশ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর হামলা। কালের খবর মা‌টিরাঙ্গায় আওয়ামীলী‌গ নেতা আব্দুল কাদের গ্রেফতার। কালের খবর ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা। কালের খবর ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। কালের খবর ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান। কালের খবর
পরীক্ষার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা কি সঠিক সিদ্ধান্ত ?

পরীক্ষার পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা কি সঠিক সিদ্ধান্ত ?

কালের খবর : ২৭ জানুয়ারী ২০১৮ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দীন আহমেদ এসএসসি পরীক্ষার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করেছেন তার যৌক্তিকতা নিয়ে মহিউদ্দীন আহমেদ প্রশ্ন তুলে বলেন, নব্বই এর দশকের পূর্বে প্রশ্নপত্র ফাঁসের নজির না থাকলেও নকলের প্রবনতা ছিল। দূর্বল ও অসৎ ছাত্র/ছাত্রীরা পাশ করার জন্য বরাবরই নকলের আশ্রয় নিতো। এতে অনেক ছাত্র/ছাত্রী বহিষ্কার হতো আবার অনেক শিক্ষকের প্রত্যক্ষ মদদেই নকল চলতো। ৮৯সাল থেকে সরকার নকল বন্ধের বদ্ধ পরিকর হন। বিংশ সতাব্দী থেকে সরকার প্রযুক্তি বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০১২ সালে থ্রি জি প্রযুক্তি চালু করে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন সাধন করেন। প্রযুক্তি উৎকর্ষের সাথে সাথে শুরু হয় প্রশ্ন ফাঁস ও পরীক্ষা হলে ডিভাইসের ব্যবহার সহ প্রযুক্তির সকল অপব্যবহার। গত দুই তিন বৎসর যাবৎ পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্বেই প্রশ্ন উত্তর সহ ইন্টারনেট সম্বলিত হ্যান্ডসেটে পাওয়া যায়। আর এতে সবচাইতে বেশী অভিযোগের আঙ্গুল কোচিং সেন্টার সমূহের উপর। অভিভাবকদের উৎসাহও চোখে পড়ার মতো। দিনকে দিন অনৈতিক এবং অযথাচিত শিক্ষা ব্যবস্থা জাতিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আগামী ১লা ফেব্রুয়ারী দেশে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। মাননীয় শিক্ষা মন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে আলোচিত বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা। সরকার যখন ফোর জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে। ঠিক সেই সময়ে পরীক্ষাকে কেন্দ্র করে প্রযুক্তি বন্ধ রাখা কি সঠিক সিদ্ধান্ত হবে ? বর্তমানে সকল শ্রেণীতে তথ্য প্রযুক্তি বিষয় পড়ানো হয়। সেখানে কেন ছাত্র/ছাত্রীদের প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সচেতন করে তুলছি না। সমাজে প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে এখনই যদি জনসচেতনা গড়ে তোলা না যায়, তাহলে ভবিষ্যতে জাতি আরো ভয়াবহ বিপদে পরবে। হয়তো বা ক’দিন পর আলেম ওলামারা ফতোয়া দিবেন ইন্টারনেট সংযোগসহ স্মার্ট হ্যান্ডসেট নিয়ে মসজিদ মাদ্রাসায় প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে ৯২ ভাগ মুসলিম প্রধান দেশে কি প্রযুক্তির বিকাশ সাধন হবে। তাই প্রযুক্তি বন্ধ না করে জনসচেতনতাই পারে ছাত্র/ছাত্রী ও সমাজকে সঠিক পথ দেখাতে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com