শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর
এয়ারপোর্ট ও জালালাবাদ থানা পুলিশের যৌথ অভিযানে চোরাই গাড়িসহ দুইজন গ্রেফতার। কালের খবর

এয়ারপোর্ট ও জালালাবাদ থানা পুলিশের যৌথ অভিযানে চোরাই গাড়িসহ দুইজন গ্রেফতার। কালের খবর

স্টাফ রিপোর্টার, সৈয়দ সিরাজুল ইসলাম হাসান,কালের খবর : অদ্য ২২/০৫/২০২০খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকা হইতে রাত অনুমান ০১.৪৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে জনৈক ইমাদ উদ্দিন চৌধুরী (৩০), পিতা-মৃত ডাঃ আব্দুল মুক্তাদির চৌধুরী, সাং-বনকলাপাড়া, নুরানী-৫২, সুবিদবাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-১২-৬০৪৫, যাহার মূল্য অনুমান-২,০০,০০০/-টাকা, গাড়িটি ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন সুবিদবাজার বনকলাপাড়াস্থ নুরানী-৫২ নং বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আবুল কালাম আজাদ তুহিন (৩১), পিতা- নুর আলম, সাং- হাজীপাড়া, অগ্রণী-১২৭, থানা- এয়ারপোর্ট, জেলা- এসএমপি সিলেট, ২। রাহেল (২৬), পিতা-মানিক মিয়া, মাতা-মৃত রাশেদা বেগম, সাং-রেংগা দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, বর্তমানে সাং- কালিবাড়ী (গুলজার মিয়ার কলোনী, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। আকরাম (২২), পিতা-অজ্ঞাত, সাং-হাজীপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৪। মিলন (২৯), পিতা-অজ্ঞাত, সাং-হাজীপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৫। বাবুল (২৬), পিতা-জমশেদ আলী, সাং-আখালিয়া নয়াপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেটগণ চুরি করিয়া নিয়া যায়। পরবর্তীতে জনৈক ইমাদ উদ্দিন চৌধুরী (৩০) এর সংবাদের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করিয়া ২২/০৫/২০২০খ্রিঃ তারিখ ভোর ০৪.৩৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন আখালিয়া মাউন্ট এ্যাডোরা হাসপাতালের সামনে মেইন রাস্তার উপর হইতে বর্নিত ১নং আসামী মোঃ আবুল কালাম আজাদ তুহিন (৩১) ও ২নং আসামী রাহেল (২৬) দ্বয়কে চোরাই যাওয়া গাড়ীটি সহ আটক করিয়া তাহাদের দখল হইতে উক্ত গাড়ীটি উদ্ধার পূর্বক যথাযথ নিয়মে জব্দ করা হয়। এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-১৯, তাং-২২/০৫/২০২০খ্রিঃ, রুজু করা হইয়াছে। ​

​উল্লেখ্য যে, ১নং আসামী মোঃ আবুল কালাম আজাদ তুহিন (৩১) এর বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি,জালালাবাদ, ও এয়ারপোর্ট থানায় মোট ১৫টি ​মামলা এবং আসামী রাহেল(২৬) এর বিরুদ্ধে মোগলাবাজার থানায় ০১টি মামলা রহিয়াছে। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com