স্টাফ রিপোর্টার, সৈয়দ সিরাজুল ইসলাম হাসান,কালের খবর : অদ্য ২২/০৫/২০২০খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকা হইতে রাত অনুমান ০১.৪৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে জনৈক ইমাদ উদ্দিন চৌধুরী (৩০), পিতা-মৃত ডাঃ আব্দুল মুক্তাদির চৌধুরী, সাং-বনকলাপাড়া, নুরানী-৫২, সুবিদবাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-১২-৬০৪৫, যাহার মূল্য অনুমান-২,০০,০০০/-টাকা, গাড়িটি ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন সুবিদবাজার বনকলাপাড়াস্থ নুরানী-৫২ নং বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আবুল কালাম আজাদ তুহিন (৩১), পিতা- নুর আলম, সাং- হাজীপাড়া, অগ্রণী-১২৭, থানা- এয়ারপোর্ট, জেলা- এসএমপি সিলেট, ২। রাহেল (২৬), পিতা-মানিক মিয়া, মাতা-মৃত রাশেদা বেগম, সাং-রেংগা দাউদপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, বর্তমানে সাং- কালিবাড়ী (গুলজার মিয়ার কলোনী, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। আকরাম (২২), পিতা-অজ্ঞাত, সাং-হাজীপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৪। মিলন (২৯), পিতা-অজ্ঞাত, সাং-হাজীপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৫। বাবুল (২৬), পিতা-জমশেদ আলী, সাং-আখালিয়া নয়াপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেটগণ চুরি করিয়া নিয়া যায়। পরবর্তীতে জনৈক ইমাদ উদ্দিন চৌধুরী (৩০) এর সংবাদের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করিয়া ২২/০৫/২০২০খ্রিঃ তারিখ ভোর ০৪.৩৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন আখালিয়া মাউন্ট এ্যাডোরা হাসপাতালের সামনে মেইন রাস্তার উপর হইতে বর্নিত ১নং আসামী মোঃ আবুল কালাম আজাদ তুহিন (৩১) ও ২নং আসামী রাহেল (২৬) দ্বয়কে চোরাই যাওয়া গাড়ীটি সহ আটক করিয়া তাহাদের দখল হইতে উক্ত গাড়ীটি উদ্ধার পূর্বক যথাযথ নিয়মে জব্দ করা হয়। এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-১৯, তাং-২২/০৫/২০২০খ্রিঃ, রুজু করা হইয়াছে।
উল্লেখ্য যে, ১নং আসামী মোঃ আবুল কালাম আজাদ তুহিন (৩১) এর বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি,জালালাবাদ, ও এয়ারপোর্ট থানায় মোট ১৫টি মামলা এবং আসামী রাহেল(২৬) এর বিরুদ্ধে মোগলাবাজার থানায় ০১টি মামলা রহিয়াছে। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি