রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
কালের খবর: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত।
১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে। আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হবেন সংসদ সদস্যরা।
২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, ২৪ জানুয়ারি থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে।