রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
নবীগঞ্জ থেকে শাহরিয়ার আহমেদ শাওন, কালের খবর : নবীগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলাকে সুরক্ষিত রাখতে ও সংক্রামন এড়াতে প্রশাসন ঘরে থাকা নিশ্চিত করতে মাঠে কাজ করছে।ঘরে থাকুন সুস্থ থাকুন বলা হলেও অসচেতন অতি উৎসাহীত কিশোর ও যুবকরা প্রতিদিনের মতো মাঠে বিকেল হলেই ফুটবল দিয়ে খেলা শুরু করেন। এসময় তাদের খেলা দেখতে দর্শকরাও উপস্থিত হন।নবীগঞ্জ উপজেলার অধিকাংশ গ্রামেই সরকারি আদেশ অমান্য করে মাঠে ফুটবল খেলছেন কিশোর ও যুবকরা।গ্রামে পুলিশের নজরধারী কম থাকার সুযোগে অনেকেই মাঠে ফুটবল খেলছেন। এতে করে অনেক মানুষ বাসা বাড়ীতে থাকতে থাকতে ক্লান্ত হওয়ার ফলে বিকেল বেলা খেলা দেখতে যাচ্ছেন। গতকাল রবিবার পূর্ব তিমির পুর নহরপুর ধান সিড়ি সাইড়ার বনে কিশোর যুবকরা ফুলবল খেলায় মগ্ন দেখা যায়। তাদের মধ্যে কোন করোনাভাইরাসের ভয় নেই। নেই কোন কোন সচেতনতা।নাম প্রকাশে অনিচ্ছুক একজন খেলোয়ার সাংবাদিককে বলেন ধান কাটা শেষ হয়েছে মাঠ ফাকা থাকায় এখন আমরা খেলা শুরু করেছি। নাজমুল মিয়া নামের এক ফুটবল খেলা দেখতে আসা দর্শক জানান। বাড়ীতেই ছিলাম সারাদিন বিকেল বেলা একটু হাটতে বেড় হইছি এখন দেখতেছি পুলাপানরা খেলতেছে তাই একটু দেখতে আসলাম।