বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ, মানবিক বিবেচনায় মুক্তি চাইলো পরিবার। কালের খবর

খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ, মানবিক বিবেচনায় মুক্তি চাইলো পরিবার। কালের খবর

কালের খবর রিপোর্ট :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ, বাঁ হাত সর্ম্পূনভাবে বেঁকে গেছে এখন ডান হাতও বেঁকে গেছে, খেতে পারছেনা, বমি হচ্ছে, গায়ে জ্বর ও ব্যাথা, খালেদার বিছানা থেকে বাথরুমের দূরত্ব দুই-তিন হাত হবে, সেটুক যেতেই তার ২০ মিনিট লাগে, দাড়াতে পারছেন না তাই মানবিক দিক বিবেচনা করে সরকারের কাছে মুক্তির আহ্বান জানিয়েছেন তার বড় বোন সেলিমা ইসলাম।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান।

সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। তার শরীর এতোই খারাপ যে, এভাবে চলতে থাকলে সামনের দিকে কি হবে আমরা ভাবতে পারছিনা। সরকারের কাছে অনুরোধ থাকবে তাকে মুক্তি দিন। যাতে আমার উন্নত চিকিৎসা করাতে পারি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারের কাছে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে।

আজকে দুই বছর সে কারাবন্ধী আছে। সে যে অবস্থায় কারাগারে এসেছিলো, এখন সেই অবস্থায় নেই। আগে হেঁটে চলে বেড়াতো। এখন ৫ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারে না। এখানে ডাক্তারগন যে চিকিৎসা দিচ্ছেন তাতে ওনার কোন উন্নতি হচ্ছে না। আজকেও তার সুগার ১৪ পয়েন্ট। সন্ধ্যার পর ১৬/১৭ হয়। ডাক্তাররা যা বলছেন তার কোনটাই সত্যি না, ভুয়া। সরকার যেন এসব দিক বিবেচনা করে। তার চিকিৎসাটুকু যেন আমরা করাতে পারি, এটাই আমাদের আবেদন।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে খালেদা জিয়ার বোন বলেন, আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করুন। এর আগে খালেদা জিয়ার সঙ্গে ঘন্টাব্যাপি সাক্ষাৎ করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমনের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান খান ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com