শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি,কালের খবর :
৮০০ জন রোগীকে বিনামূল্যে সেবা ও ওষুধ দিয়েছেন ১২ জন চিকিৎসকের একটি দল।
বুধবার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সেবামূলক চিকিৎসা সহায়তা দেয়া হয়।
এতে সহায়তা করে বিএইচডিআই। শায়েস্তাগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি পরিচালিত হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন বিএইচডিআই’র চেয়ারপারসন ডা. কাওছার হক, সেক্রেটারী আক্তারুজ্জামান ও ট্রেজারার ডা. আলিম উদ্দিন।