শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট আ.লীগের নেতা মোঃ কামরুল ইসলাম নান্টুর রাজধানী ঢাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ পতিতা, মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। কালের খবর শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : আ ন ম শামসুল ইসলাম। কালের খবর মাটিরাঙ্গায় শীতবস্ত্র বিতরণ করেছে পৌর বিএনপি। কালের খবর অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর
জেগে উঠেছে পুরনো প্রেম, পালিয়েছেন বরের পিতা ও কনের মা। কালের খবর

জেগে উঠেছে পুরনো প্রেম, পালিয়েছেন বরের পিতা ও কনের মা। কালের খবর

কালের খবর ডেস্ক :

বলিউডের সুপারহিট ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিই যেন বাস্তবে মঞ্চস্থ হলো। ওই ছবিতে মোহনিশ বেহলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কনে রেনুকা শাহানে’র। কিন্তু কিসের বিয়ে, কিসের কি! মোহনিশ বেহলেরে আঙ্কেল অলোক নাথ আর কনে শাহানের মা রিমা লাগু ঘটিয়ে ফেলেছেন নতুন এক লাভস্টোরি। তারা দু’জনে একে অন্যের হাত ধরে পালিয়ে গেছেন। ফলে মেয়ে-ছেলের বিয়ে ভেঙে গেছে। রিমার সঙ্গে কলেজ জীবনে প্রেম ছিল অলোক নাথের। সেই প্রেম দাগ কেটে ছিল রিমার হৃদয়ে। সেই দাগ মুছে দিতে সক্ষম হন নি রিমার স্বামী অনুপম খের।

ঠিক সেই ঘটনাকে যেন অতিক্রম করে গেছে গুজরাটের সুরাটের এক প্রেমকাহিনী। সেখানেও এক বরের পিতা ও কনের মাতা পালিয়ে গেছেন। ১০ দিনের ওপরে তারা নিখোঁজ। এ খবর প্রকাশ করেছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়, কলেজ জীবনে তারুণ্যের দিনগুলোতে ওই বরের পিতা (৪৮) ও তার বহু স্ত্রীর মায়ের (৪৬) মধ্যে প্রেম ছিল। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে তাদের সন্তানদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবে রূপ পাওয়ার আগে তাদের মধ্যে পুরনো ভালবাসা জেগে ওঠে। বিগলিত হয় মন। তারপর দু’জনেই একে অন্যের হাতে হাত রেখে পালিয়ে যান। এর ফলে ১০ দিনের বেশি তারা কোথায়, তা কেউ বলতে পারছেন না। হবু ওই বরের বাড়ি কাতারগাম এলাকায়। আর কনের বাড়ি নাভসারিতে। তাদের পিতা ও মাতা কাউকে কিছু না বলে বাড়ি থেকে হঠাৎ উধাও। জোরালোভাবে বিশ্বাস করা হচ্ছে যে, পুরনো চাল যেমন ভাতে বাড়ে, তেমনি পুরনো প্রেম তাদেরকে আন্দোলিত করেছে। তারা নিজেদেরকে সামাল দিতে পারেন নি। পরিবার পরিজন ফেলে পালিয়েছেন। এর ফলে পরিবারের অন্য সদস্যরা পড়েছেন বিব্রতকর অবস্থায়। উভয় পরিবারই এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে।

হবু বর ও কনের মধ্যে এনগেজমেন্ট হয়ে গেছে এক বছর আগে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের বিয়ের আয়োজন চলছিল। নিজেদেরকে তারা সেভাবে প্রস্তুত করছিলেন। কিন্তু বিনা মেঘে যেন বর্জ্রপাত ঘটে গেছে। বিয়ের এখন প্রায় এক মাস বাকি। কিন্তু এ অবস্থায় বরের পিতা ও কনের মার এই পলায়ণ সবাইকে হতবাক করেছে। বরের পিতা রাকেশ (পরিবর্তিত নাম) একজন পোশাক ব্যবসায়ী। গত ১০ই জানুয়ারি থেকে তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের আমরেলি জেলায় তিনি একটি রাজনৈতিক দলেরও সদস্য। কনের মা স্বাতীকে (পরিবর্তিত নাম) তিনি চিনতেন টিনেজ বয়স থেকে। কাতারগাম এলাকায় তারা ছিলেন প্রতিবেশী। তাদের মধ্যে ছিল বন্ধুত্ব। উভয় পরিবারের আত্মীয় এমন একজন বলেছেন, ওই সময় থেকেই তারা একে অন্যকে চিনতেন। তারা একই সমাজে বসবাস করতেন। তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু আমাদেরকে নিশ্চিত করেছেন যে, তারা পালিয়ে গেছেন। কারণ, তাদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। যদিও বর্তমান স্বামীর সংসার করছিলেন স্বাতী। তিনি ভবনগর জেলার একটি পরিবারের মেয়ে। কাতারগাম এলাকায় একজন ডায়মন্ড শিল্পীর সঙ্গে তার বিয়ে হয়। পরে তিনি ব্রোকার হিসেবে উপার্জনের পথ খোঁজেন। তাদের এই পলায়ণ এখন সামাজিক মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাদের ছবি সেখানে খুব বেশি শেয়ার দেয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com