শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
কালের খবর নিউজ:
আদালতে সবার সামনেই সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণ। কৃষ্ণসার হরিণ মারার ঘটনায় শুক্রবার কোর্টরুমে লরেন্স হাজির হওয়ার পর সালমানকে এ হুমকি দেন তিনি।হরিণ মারার ঘটনায় শুক্রবার কোর্টে হাজির হয়েছিলেন সালমান খান। হাজিরার পর থেকে তেমন কোনো ঝামেলা হয়নি। তবে সমস্যা শুরু হয় একই কোর্টরুমে লরেন্স বিষ্ণ হাজির হওয়ার পর। লরেন্স সরাসরি হত্যার হুমকি দিয়ে বসেন সালমানকে। উক্ত ঘটনায় দ্বিতীয় দিনে আদালতে হাজিরা দিয়েছিলেন সালমান। এই কারণেই যোধপুর কোর্টে ছিল কড়া নিরাপত্তা। লরেন্সকেও এদিন আরেক নিরাপত্তার বেষ্টনিতে আদালতে হাজির করা হয়। এর মাঝেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হত্যার হুমকি দিয়ে বসে তিনি।