শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
কালের খবর নিউজ:
মঙ্গলবার স্থানীয় সময় পেরুতে রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ এক পাহাড়ি সড়ক থেকে একটি বাস ১০০ ফুট নিচে সৈকতে পড়ে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।
পেরুর কর্মকর্তা জানান, মঙ্গলবারে পেরুতে রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ এক পাহাড়ি ওই বাসে ৫০ জন আরোহী ছিলেন। লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাওয়ার সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটরে ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়।