সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক :
আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে লঞ্চ টার্মিনালগুলোতে ঢোকার টিকিটের দাম দ্বিগুণ করা হয়েছে। এখন প্রতিবার ঢুকতে প্রতিজনের পাঁচ টাকার টিকিট কাটতে হয়।
মঙ্গলবার থেকে প্রতি টিকিটে দিতে হবে ১০ টাকা। সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, যে কোনো টোল বা শুল্ক, তা সরকারের অনুমোদনক্রমে চালু করা হয়। এ শুল্ক সরকারের অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অনুমোদন করার পরে ১ অক্টোবর থেকে এটা চালু হবে।
১০ টাকার মধ্যে দুই টাকা যাত্রী কল্যাণ তহবিলে জমা হবে এবং বাকি টাকা টার্মিনাল রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে বলে জানা যায়।
।
মন্তব্যআগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে লঞ্চ টার্মিনালগুলোতে ঢোকার টিকিটের দাম দ্বিগুণ করা হয়েছে। এখন প্রতিবার ঢুকতে প্রতিজনের পাঁচ টাকার টিকিট কাটতে হয়।