রবিবার, ০৪ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ৫ মে’র পরিবর্তে ৬ মে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কালের খবর পুড়িয়ে দেওয়া পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু রোববার। কালের খবর বর্তমান বাংলাদেশে সঠিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে : প্রেস সচিব। কালের খবর মসজিদে রাসূল (সা:) জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন : সভাপতি-এম আই ফারুক, সাধারণ সম্পাদক-মাওলানা দেলোয়ার। কালের খবর নবীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ক৯শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা। কালের খবর , সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশবিশ্ব শ্রমিক দিবস পালন। কালের খবর দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা, চসিক মেয়র ড. শাহাদাত হোসেন। কালের খবর মাটিরাঙ্গায় মহান মে দিবস পালিত। কালের খবর পতিত আওয়ামী দোসররা রাজত্ব করছে আটাবে। কালের খবর দেবিদ্বারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর অংশীজন সভা অনুষ্ঠিত। কালের খবর
ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান। কালের খবর

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান। কালের খবর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, কালের খবর :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়েছে। জরাজীর্ণ ভবন, আসবাবপত্র, জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টির এখন বেহাল দশা।

পাঠদানের জন্য একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে বাধ্য হয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে চলছে গাছতলায় পাঠদান।

১৯৪২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি। ইতিপূর্বে একটি পাকা ভবন তৈরী হলেও সময়ের বিবর্তনে জরাজীর্ণ হয়ে তা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের মাঠের পাশে গাছতলায় পাঠদান করাচ্ছেন।

কিন্তু ঝড়-বৃষ্টি হলে কিংবা প্রতিকূল পরিবেশে শিক্ষকরা ঝুকিপূর্ণ ভবনেই ক্লাস নিতে বাধ্য হচ্ছেন।

সরজমিন দেখা যায়, পাঠদানের জন্য একমাত্র ভবনটির দেয়ালে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। অনেক স্থানে বড় বড় ফাটল ধরে রড বেরিয়ে গেছে। সিমেন্ট-বালু খসে পড়ে বইখাতা নষ্ট হচ্ছে। ইতিপূর্বে সিমেন্টের ভাঙা অংশ পড়ে কয়েকজন শিক্ষার্থীসহ শিক্ষক আহত হয়েছেন।

এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ে আড়াই শতাধিক শিক্ষার্থীর পড়াশুনা করছে। ঝুঁকিপূর্ণ ভবনটি যেকোন সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি, ধুলা-বালিসহ নানা প্রতিকূল পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠদান করা হচ্ছে। ফলে পাঠে মন বসাতে পারছে না তারা। ঝড়-বৃষ্টি এলেই হৈ-হুল্লোড়, চেচামেচি করে দিগ্ধিদিক ছুটাছুটি করছে। বই-খাতা বাতাসে উড়ে যাচ্ছে।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তামান্না জানায়, গাছতলায় বসে ক্লাস করার ফলে প্রায়ই বই-খাতা বৃষ্টিতে ভিজে যায়। ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা ভবন ভেঙে পড়ার ভয়ে স্কুলে যায় না।

এদিকে বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষক থাকলেও একজনের পদ শূন্য রয়েছে। আসবাবপত্র, টয়লেট, লাইব্রেরিসহ প্রয়োজনীয় উপকরণের চরম সংকট। পুরনো একটি টয়লেট থাকলেও তা ব্যবহারের অযোগ্য। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

অপরদিকে বিদ্যালয়ে রয়েছে উপকরণ সামগ্রীর অভাব। ফলে মূল্যবান কাগজপত্র যত্রতত্র পড়ে থেকে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষকদের জন্য একটি টিনসেড লাইব্রেরী থাকলেও একটু বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আকলিমা বেগম বলেন, একমাত্র ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা সত্ত্বেও বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে। এতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে ঝরে পড়ছে।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ বলেন, বর্তমান সরকার অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে ভাঙ্গা উপজেলায় বেশকিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। গত অর্থবছরে ৪টি ভবন তৈরী হয়েছে। এ বছর ১৮টি বিদ্যালয়ের ভবনের জন্য অনুমোদন দেয়া হয়েছে। ৬০টি বিদ্যালয়ে প্রাচীরসহ মেরামতের জন্য নির্বাচিত করা হয়েছে। পিডিবি-৪ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আধুনিক মানের অবকাঠামো তৈরী হবে। ফলে শিক্ষার্থীরা নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশে লেখাপড়া করতে পারবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com