বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর
কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এনবিআর। কালের খবর

কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এনবিআর। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
মুজিব বর্ষে রেভিনিউ কালেকশন আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেছেন, সেই রেকর্ড বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে।
বুধবার রাজধানীর আইডিইবি ভবনে বিসিএস (ট্যাক্সসেশন) ও বিসিএস (কাস্টম অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাজস্ব আহরণে রেকর্ড তৈরি ও মুজিববর্ষ পালনের জন্য এনবিআর ইতিমধ্যে যে পরিকল্পনা নিয়েছে তা তুলে ধরেন মোশাররফ হোসেন ভূঁইয়া। বলেন, আগামী বছর যে মুজিববর্ষ পালিত হবে, সেটি এনবিআর অত্যন্ত সুসংগঠিতভাবে পালন করবে। বিসিএস ট্যাক্স ও বিসিএস কাস্টমস একাডেমির নিয়মিত প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পার্সন হিসেবে আনা হবে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গবেষণা করেছেন এবং যাদের কাছে যথেষ্ট তথ্য আছে। রচনা প্রতিযোগিতা ও নিয়মিত আলোচনা হবে। এ ছাড়া এনবিআর কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এনবিআর।

চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘যেহেতু এনবিআর বঙ্গবন্ধুর সময় সৃষ্টি হয়েছিল, সেজন্য মুজিববর্ষে রেভিনিউ আমাদের আগের যত রেকর্ড আছে সব ছাড়িয়ে যাবে বলে আশা করি। সেই রেকর্ড আমরা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করব। এর মাধ্যমে সবাই যেন বুঝতে পারে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে কাজ করছি।’

বঙ্গবন্ধুকে স্মরণ করে চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ যত দিন টিকে থাকবে তত দিন এদেশের মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করবে। সরকারে আমরা যারা কাজ করি তাদের উচিত রাজস্ব বাস্তবায়নে তার নির্দেশমতো চলা, জনগণের সেবা করা।’

কর বিষয়ে বঙ্গবন্ধুর পরামর্শ উদ্ধৃত করে এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যাদের ট্যাক্সের পয়সায় আমাদের বেতন হয়, তাদের প্রতি আমরা যেন কোনো অন্যায় না করি। সেই বিষয়গুলো মনে রেখে চললেই বঙ্গবন্ধুকে স্মরণ করা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবাকেও ছাড়িয়ে গেছেন উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘দেশ শাসন, দেশের উন্নয়ন, সুশাসন, আন্তর্জাতিক রাজনীতি-সব ক্ষেত্রে তিনি অবদান ও অগ্রগতি রেখে চলেছেন। বঙ্গবন্ধুর ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করছেন। বলতে হয় তিনি তার পিতাকেও ছাড়িয়ে গেছেন। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে আনন্দিত হতেন।’

সভায় বিসিএস (ট্যাক্সসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম আফজালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনবিআর সদস্য (গ্রেড-১) কালিপদ হালদার ও সুলতান মো. ইকবাল। অন্যান্যের মধ্যে এনবিআর সদস্য সৈয়দ গোলাম কিবরীয়া, বিসিএস (ট্যাক্সসেশন) অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. নুরুজ্জামান, বিসিএস (কাস্টম অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মুশফিকুর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com