সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক , কালের খবর :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ অনশন চলে দুপুর ১২টা পর্যন্ত।
,
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি আয়োজিত এই প্রতীকী অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনশনে উপস্থিত ছিলেন বিএসপিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, বিএসপিপি’র সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চোধুরী, সাধারণ শহিদুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ সাংবাদিক, ডাক্তার ও বিভিন্ন পেশাজীবী নেতারা।