রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
সোমবার সকালে চুয়াডাঙ্গা নয়মাইলে শ্যালো মেশিন চালিত ট্রাক্টরের ধাক্কায় রাশেদুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।নিহত রাশেদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরের রাজ্জাক বিশ্বাসের ছেলে।রাশেদুল ঢাকায় ট্রাভেল এজেন্সির কাজ করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, সোমবার সকালে রাশেদুল মোটসাইকেল করে ঢাকায় যাওয়ার পথে নয়মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।