শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
কালের খবর নিউজ:
রোববার কমলাপুর স্টেডিয়ামে আকষর্ণীয় ফুটবল খেলা। সাফ বালিকা ফুটবলের ফাইনাল খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত। টিকিট লাগবে না। গ্যালারি উন্মুক্ত। খেলা দেখতে আসুন, মেয়েদের উৎসাহিত করুন’- গত দুই দিন ধরে গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, মুগদাপাড়া, বাসাবো ও মানিকনগরসহ রাজধানীর আরো কিছু এলাকায় এভাবেই চলছে মাইকিং।
বৃহস্পতিবার লিগ ম্যাচে ভারতকে হারানোর পর নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনও মিডিয়ার মাধ্যমে দর্শকদের অনুরোধ করেছেন মাঠে আসতে। অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরাও চান, গ্যালারিতে বেশি দর্শক আসুক, তাদের উৎসাহ দিক। আগের তিন ম্যাচে স্বল্প সংখ্যক দর্শক যেভাবে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ বলে গলা ফাটিয়েছে তাতে তারা উৎসাহিত হয়েছে।
রোববার বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনাল।