রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোরের লালপুরে উপজেলার মোহরকয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আরজ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আরজ আলী মোহর কয়া গ্রামের মৃত সোবহান আলীর ছেলে।
লালপুর থানার এসআই সুকোমল সরকার জানান, শনিবার সকালে আরজ আলী খেজুর গাছ থেকে রস নামিয়ে বাড়ি ফেরার সময় আশরাফুল ইসলাম তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন এসে আরজ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আশরাফুল ইসলামের বিরুদ্ধে বলে জানান।