বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
রাজধানীর রামপুরায় এক পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম রাসেল (২৩)।
গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাসেলকে রাজধানীর রামপুরার জামতলা এলাকায় তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত রাসেলের পিতার নাম মো. মোতালেব। খিলগাঁও তালতলা, নতুনবাগ ইউনিভার্সেল স্কুলের পাশে থাকত রাসেল।
পুলিশ জানিয়েছে, রাসেলকে রাত আড়াইটার দিকে বাসার সামনে থেকে মোবাইলে ডেকে নিয়ে যায় স্বপন নামের একজন তার পরিচিত লোক। এরপর তাকে ছুরি/চাপাতি দিয়ে পিটে,হাতে,পাজোরে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়, পরে রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।