সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামালকে এক জঙ্গি সংগঠন-এর হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে তিনি ধানমন্ডি থানায় এ বিষয়ে একটি জিডি করেছেন তিনি।
ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ কালের কণ্ঠকে জানান, জিডিতে উল্লেখ করা হয়েছে ‘লোন উলফ’ নামের একটি প্রকাশনায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই প্রকাশনাটি আইএস পরিচালিত। জিডি করার পর সেটি তদন্ত শুরু করেছে পুলিশ।