বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ফ্যামিলী ল্যাব হসপিটালে অভিযান : ভুয়া ডাক্তারের কারাদন্ড। কালের খবর

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ফ্যামিলী ল্যাব হসপিটালে অভিযান : ভুয়া ডাক্তারের কারাদন্ড। কালের খবর

 

সিদ্ধিরগঞ্জ, কালের খবর : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মোঃ নজরুল ইসলাম শেখ (২৭) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে এক বছরের সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

‘ফ্যামিলী ল্যাব হসপিটাল’ নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনিসুল ইসলাম। মঙ্গলবার রাত ৮টায় র‌্যাব-১১ সদস্যরা এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, মোঃ নজরুল ইসলাম শেখ নামের পাশে ‘এমবিবিএস, সনোলজিষ্ট’ ডিগ্রী লিখে নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয়েই দিয়ে ২ বছর যাবত প্রতারণা করে আসছিলেন রোগীদের সাথে।

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ‘ফ্যামিলী ল্যাব হসপিটাল’ নামের ওই কিøনিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিমউদ্দিন (পিপিএম) এর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুল ইমলামের নেতৃত্বে এ অভিযান চালায়।

দন্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তারের পিতার নাম মোঃ সানা উল্যাহ শেখ। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানার বিল গজারিয়া এলাকায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুল ইসলাম জানান, মেডিকেল সহকারী হয়েও গত ২ বছর যাবত মোঃ নজরুল ইসলাম শেখ ‘এমবিবিএস, সনোলজিষ্ট’ হিসেবে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। তাকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

এদিকে অপর একটি সূত্র জানায় এ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বেল্লাল হোসেন গন মাধ্যমের একজন কর্মী হওয়ায় নানা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এসব অনৈতিক চিকিৎসা সেবা দিয়ে আসছে। ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারী গনমাধ্যমের কয়েকজন কর্মী ওই হাসপাতালের কর্মকান্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর লক্ষ্যে সেখানে গেলে তাদেরকে আটকে রেখে পুলিশ প্রশাসনকে প্রভাবিত করে সাজানো মামলা দিয়ে হয়রানী করে। মামলাটি এখনও আদালতে চলমান রযেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com