বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে সালিশি বৈঠক থেকে ধর্ষককে জিম্মায় নিয়ে যায় তার ভগ্নিপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা।
২৯ জানুয়ারি মিজমিজি পূর্বপাড়া ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্তের মা ও স্বজনসহ চারজনের নামে ৪ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত সিফাতকে গ্রেফতার করতে পারেনি।
মামলা সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে সিদ্ধিরগঞ্জ বাজার আমতলার জনৈক সিফাত (২২) স্কুলে যাওয়া-আসার সময় প্রেমের প্রস্তাব দিত।