রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
কালের খবর রিপোর্ট ঃ
যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের শ্বশুর আব্দুল লতিফ মিয়া (৯৩) ইন্তেকাল ( ইন্নালিল্লাহি…রাজিউন) করেছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরিতে অবস্থিত নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
ব্যক্তিগত জীবনে তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আসর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে দৈনিক কালের খবর পরিবার ও সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।