সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
আলিমুন খান, মনিরামপুর (যশোর),কালের খবর :
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মণিরামপুরে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ আসাদুজ্জামান মোড়ল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার হাজরাকাটি-বেলতলা গ্রামের আবুল হোসেন মোড়েলের পুত্র। রবিবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে ওই গ্রামের ঈদগাহ মোড় থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতারের পর মণিরামপুর থানায় সোপর্দ করে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলীর নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন নিজ এলাকাসহ বিভিন্ন ¯’নে মাদকের কারবার চালিয়ে যুব সমাজকে ক্ষতিগ্র¯’্য করে আসছিল। মণিরামপুর থানা পুলিশ জানায়, র্যাবের হাতে আটক আসাদুজ্জামানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকাল সোমবার তাকে আদালতে চালান দেয়া হয়েছে।