শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক :
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ২ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ‘ডব্লিউ ই এল টি’- এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস এন্ড বিজনেস রিসার্চ ‘সি ই বি আর’ জানায়, গত বছর এ তালিকায় ৪৩ তম অবস্থানে ছিলো বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়, সামনের বছরগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন অব্যাহত থাকলে, ২০৩৩ সাল নাগাদ বিশ্বের শীর্ষ ২৫টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ২৪তম স্থানে নাম লেখাবে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের শীর্ষ পাঁচ অর্থনীতির দেশগুলো হলো, যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত।