রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদারীপুরে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলনে দুই পরিবারেরই আপত্তি। কালের খবর মাদারীপুরের কালকিনি উপজেলায় শিকারমঙ্গল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কালের খবর “পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে”-সাবেক এমপি শাহজাহান চৌধুরী। কালের খবর সড়ক দূর্ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা নিহত। কালের খবর সীতাকুণ্ডে আওয়ামী ব্যবসায়ী নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মার্কেট ভাংচুরের অভিযোগ। কালের খবর নবীনগরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কালের খবর দুই হাজার নেতা কর্মী গণ সংবর্ধনা দিলো বিএনপি নেতা তজু মিয়াকে। কালের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি যেসব অপকর্মের হোতা ছিলেন। কালের খবর পরিস্থিতির স্বার্থে নাহিদের ‘বোন’ পরিচয় দিয়েছিলাম : ফাতিমা। কালের খবর কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে। কালের খবর
রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে বিপিএল শুভ সূচনা করল ঢাকা ডায়নামাইটস। কালের খবর

রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে বিপিএল শুভ সূচনা করল ঢাকা ডায়নামাইটস। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরে শুভ সূচনা করল ঢাকা ডায়নামাইটস। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মেহেদী মিরাজের রাজশাহীকে ৮৩ রানে হারিয়েছে টুর্নামেন্টের হট ফেবারিট দলটি।

ঢাকার দেওয়া ১৯০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহী। হাজারাতুল্লা জাজাই আর শুভাগত হোমের ব্যাটিংয়ের পর বল হাতে ধ্বংসাত্মক হয়ে ওঠেন ৩ উইকেট নেওয়া রুবেল হোসেন।
রান পাহাড় তাড়ায় দলীয় ২৪ রানেই সাকিবের শিকার হন মুমিনুল হক (৮)। তিন নম্বরে নামা সৌম্য সরকার (৪) আন্দ্রে রাসেলের বলে কিপার নুরুল হাসানের গ্লাভসবন্দি হন। রনি তালুকদারের থ্রো পেয়ে ইভান্সকে (১০) রান-আউট করতে ভুল করেননি সাকিব। পেসার রুবেল হোসনের বলে রাসেলের হাতে ধরা পড়েন জাকির হাসান (২)। একপ্রান্ত আগলে রাখা হাফিজকে (২৮ বলে ২৯) নুরুলের গ্লাভসবন্দি করে দ্বিতীয় শিকার ধরেন রুবেল। মোহর শেখের বলে জংকার (১) আউট হলে ৫৯ রানে ৬ষ্ঠ উইকেটের পতন হয় রাজশাহী কিংসের।

ব্যাট হাতে ভরসা দিতে পারেননি অধিনায়ক মেহেদী মিরাজ।

মাত্র ১ রানে তৃতীয় শিকার হয়েছেন রুবেলের। কায়েস আহমেদ (৯) পোলার্ডের বলে ধরা পড়েন রনি তালুকদারের হাতে। মোহর শেখে দ্বিতীয় উইকেট নেন আলাউদ্দিন বাবুকে (৭) জাজাইয়ের তালুবন্দি করে। শেষ উইকেটে মুস্তাফিজ আর আরাফাত সানি চার-ছ্ক্কা মেরে বেশ জমিয়ে তোলেন ম্যাচ। ১ চার ১ ছক্কায় ১৮ রান করা আরাফাত সানি শুভাগতর শিকার হলে ১৮.২ ওভারে ১০৬ রানে অল-আউট হয় রাজশাহী।
এর আগে বিপিএলের ৬ষ্ঠ আসরে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে ঢাকা ডায়নামাইটস। দুই ওপেনার হাজরাতুল জাজাই এবং সুনিল নারিনের কল্যাণে প্রথম দিনেই চার-ছক্কার বৃষ্টি দেখা গেল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ব্যাট হাতে ঝড় তুললেন ২৩ বছর বয়সী আফগানিস্তানের তরুণ হাজরাতুল জাজাই। বিধ্বংসী ব্যাটিংয়ে ৩ চার ৬ ছক্কায় ২১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। মিরাজের বলে সৌম্য সরকারের তালুবন্দি হওয়ার আগে তিনি খেলেন ৪১ বলে ৪ বাউন্ডারি এবং ৭ ওভার বাউন্ডারিতে ৭৮ রানের ধুন্ধুমার ইনিংস।

জাজাইয়ের ব্যাটিং দ্যুতিতে অপর ওপেনার সুনীল নারাইনকে মলিন লাগছিল। যদিও ধুন্ধুমার ব্যাটিং করছিলেন নারাইন। দশম ওভারেই ওপেনিং জুটি শতরান ছাড়িয়ে যায়। অবশেষে ২৮ বলে ৪ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে ৩৮ রান করা সুনিল নারিন মোহাম্মদ হাফিজের শিকার হলে ভাঙে ১১৬ রানের ওপেনিং জুটি। অধিনায়ক সাকিব অবশ্য ২ রান করে ক্যাচ তুলে দেন আরাফাত সানির বলে। সানির দ্বিতীয় শিকার নুরুল হাসান করেন ১ রান।

আরেক ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলকে ছাপিয়ে এদিন ধ্বংসাত্মক ব্যাটিং করেন শুভাগত হোম। এই দুজনের অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটিতে আসে ২৮ বলে ৫৩ রান। ১৯ বলে ২১* রানে অপরাজিত থাকেন রাসেল। অন্যদিকে ঝড় তোলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শুভাগত হোম। মাত্র ১৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলতে হাঁকান ৫টি চার এবং ২টি ছক্কা। ২০ ওভারে ঢাকার রান দাঁড়ায় ৫ উইকেটে ১৮৯। আরাফাত সানি নেন ২ উইকেট।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com