বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণার আত্মহত্যা। কালের খবর রিয়াদে জমকালো আয়োজনে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। কালের খবর কুষ্টিয়ায় পানি শুন্য গড়াই , নলকূপ উঠছে না পানি। কালের খবর
রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে বিপিএল শুভ সূচনা করল ঢাকা ডায়নামাইটস। কালের খবর

রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে বিপিএল শুভ সূচনা করল ঢাকা ডায়নামাইটস। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরে শুভ সূচনা করল ঢাকা ডায়নামাইটস। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মেহেদী মিরাজের রাজশাহীকে ৮৩ রানে হারিয়েছে টুর্নামেন্টের হট ফেবারিট দলটি।

ঢাকার দেওয়া ১৯০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহী। হাজারাতুল্লা জাজাই আর শুভাগত হোমের ব্যাটিংয়ের পর বল হাতে ধ্বংসাত্মক হয়ে ওঠেন ৩ উইকেট নেওয়া রুবেল হোসেন।
রান পাহাড় তাড়ায় দলীয় ২৪ রানেই সাকিবের শিকার হন মুমিনুল হক (৮)। তিন নম্বরে নামা সৌম্য সরকার (৪) আন্দ্রে রাসেলের বলে কিপার নুরুল হাসানের গ্লাভসবন্দি হন। রনি তালুকদারের থ্রো পেয়ে ইভান্সকে (১০) রান-আউট করতে ভুল করেননি সাকিব। পেসার রুবেল হোসনের বলে রাসেলের হাতে ধরা পড়েন জাকির হাসান (২)। একপ্রান্ত আগলে রাখা হাফিজকে (২৮ বলে ২৯) নুরুলের গ্লাভসবন্দি করে দ্বিতীয় শিকার ধরেন রুবেল। মোহর শেখের বলে জংকার (১) আউট হলে ৫৯ রানে ৬ষ্ঠ উইকেটের পতন হয় রাজশাহী কিংসের।

ব্যাট হাতে ভরসা দিতে পারেননি অধিনায়ক মেহেদী মিরাজ।

মাত্র ১ রানে তৃতীয় শিকার হয়েছেন রুবেলের। কায়েস আহমেদ (৯) পোলার্ডের বলে ধরা পড়েন রনি তালুকদারের হাতে। মোহর শেখে দ্বিতীয় উইকেট নেন আলাউদ্দিন বাবুকে (৭) জাজাইয়ের তালুবন্দি করে। শেষ উইকেটে মুস্তাফিজ আর আরাফাত সানি চার-ছ্ক্কা মেরে বেশ জমিয়ে তোলেন ম্যাচ। ১ চার ১ ছক্কায় ১৮ রান করা আরাফাত সানি শুভাগতর শিকার হলে ১৮.২ ওভারে ১০৬ রানে অল-আউট হয় রাজশাহী।
এর আগে বিপিএলের ৬ষ্ঠ আসরে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে ঢাকা ডায়নামাইটস। দুই ওপেনার হাজরাতুল জাজাই এবং সুনিল নারিনের কল্যাণে প্রথম দিনেই চার-ছক্কার বৃষ্টি দেখা গেল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ব্যাট হাতে ঝড় তুললেন ২৩ বছর বয়সী আফগানিস্তানের তরুণ হাজরাতুল জাজাই। বিধ্বংসী ব্যাটিংয়ে ৩ চার ৬ ছক্কায় ২১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। মিরাজের বলে সৌম্য সরকারের তালুবন্দি হওয়ার আগে তিনি খেলেন ৪১ বলে ৪ বাউন্ডারি এবং ৭ ওভার বাউন্ডারিতে ৭৮ রানের ধুন্ধুমার ইনিংস।

জাজাইয়ের ব্যাটিং দ্যুতিতে অপর ওপেনার সুনীল নারাইনকে মলিন লাগছিল। যদিও ধুন্ধুমার ব্যাটিং করছিলেন নারাইন। দশম ওভারেই ওপেনিং জুটি শতরান ছাড়িয়ে যায়। অবশেষে ২৮ বলে ৪ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে ৩৮ রান করা সুনিল নারিন মোহাম্মদ হাফিজের শিকার হলে ভাঙে ১১৬ রানের ওপেনিং জুটি। অধিনায়ক সাকিব অবশ্য ২ রান করে ক্যাচ তুলে দেন আরাফাত সানির বলে। সানির দ্বিতীয় শিকার নুরুল হাসান করেন ১ রান।

আরেক ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলকে ছাপিয়ে এদিন ধ্বংসাত্মক ব্যাটিং করেন শুভাগত হোম। এই দুজনের অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটিতে আসে ২৮ বলে ৫৩ রান। ১৯ বলে ২১* রানে অপরাজিত থাকেন রাসেল। অন্যদিকে ঝড় তোলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শুভাগত হোম। মাত্র ১৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলতে হাঁকান ৫টি চার এবং ২টি ছক্কা। ২০ ওভারে ঢাকার রান দাঁড়ায় ৫ উইকেটে ১৮৯। আরাফাত সানি নেন ২ উইকেট।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com