মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএফইউজে’র রিপোর্ট সাংবাদিক নিপীড়নের চিত্র : ১১ মাসে খুন, হামলা, মামলা, নির্যাতন-নিপীড়নের শিকার ২৯৬ সাংবাদিক। কালের খবর সরকারের চাপে পড়ে যে কজন হেভিওয়েট নেতা বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন। কালের খবর মানবতার সেবায় উদাহরণ হয়ে থাকবেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। কালের খবর সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে নৌকার মনোনয়ন পেলেন মোঃ চয়ন ইসলাম। কালের খবর আসন্ন সংসদ নির্বাচনে রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা। কালের খবর প্রতিদিন পাচার হচ্ছে ৪০-৫০ লাখ টাকা, ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। কালের খবর দলের মনোনয়ন-বঞ্চিত হয়ে চট্টগ্রাম -১১ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একাত্মতায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কালের খবর মাশরাফির আসনে স্বতন্ত্র প্রার্থী-সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। কালের খবর মুরাদনগরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ভাঙচুর মামলা নেয়নি ওসি নিরাপত্তাহিনতায় ভুক্তভোগি পরিবার। কালের খবর যশোর ৪ আসনে (এনামুল হক বাবুল) নৌকার মনোনয়ন পাওয়ায় বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। কালের খবর
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ। কালের খবর

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ। কালের খবর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, কালের খবর :
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনী এলাকায় সড়কের পাশের জায়গা ও খাল দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আজ শনিবার বেলা ১২ টার দিকে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনাটি।

ভ্রাম্যমান আদালতের অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নির্বাহী হাকিম ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশেরে একটি টিম।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনী বাজারের পাশে সওজ’র জায়গা ও খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন বাজারের মাছের আড়ৎদার মরিয়মনগর গ্রামের মো. কামাল উদ্দিন। সড়কের পাশ আড়াল করে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে ও পাশের খাল ভরাট করে তিনি রাতের আঁধারে পাকা বিল্ডিং নির্মাণ করছিলেন। স্থানীয় কয়েকজন প্রভাবশালীকে ম্যানেজ করে তিনি অবৈধ এই স্থাপনা নির্মাণ করছিলেন বলে বাজারের ব্যবসায়ীরা জানায়।

ইউএনও মো. মাসুদর রহমান বলেন, কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী বাজারের মাছের আড়তের পাশে সওজ’র জায়গায় দীর্ঘদিন ধরে পাকা স্থাপনা নির্মাণ করে আসছেন স্থানীয় মো. কামাল উদ্দিন। অভিযানে সরকারি জায়গা ও খাল দখল করে নির্মাণাধীন স্থাপনাটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com