শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
পাবনা থেকে মো.নাজমুল হক,কালের খবর : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন সংগ্রহ শেষ করেছেন বিএনপি নেতা-কর্মীরা।
তারই অংশ হিসেবে পাবনা-৫ (পাবনা সদর) আসনে নির্বাচনে লড়তে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী “অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের” পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন দলের নেতা-কর্মীরা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই কারাগারে বন্দি রয়েছেন শিমুল বিশ্বাস।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কারাগারে থেকেই নির্বাচন করবেন এডভোকেট শিমুল বিশ্বাস।
জানা যায়, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এর জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
আর তা জেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও সেক্রেটারী হাবিবুর রহমান তোতা পূরণ করে জমাও দিয়েছেন।