সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
পীরগঞ্জ রংপুর থেকে মোঃ সাইদুল ইসলাম (সবুজ), কালের খবর :
রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।
মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার খেজমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান তাদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- খয়বর আলী ও সুকুমার রায়। তারা দুইজনই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা ডিয়ার এন্টারপ্রাইজকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহন ওভারটেক করার চেষ্টা করে। এসময় ডিয়ার এন্টারপ্রাইজকে সজোরে ধাক্কা দিয়ে ইউনাইটেড পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এদুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-গোলাপ (৫৫), তোবা (৩), জান্নাতি (১২), আয়নাল (৩৫), শফিকুল (৩৫), হাসান (৩৫), অজ্ঞাত (৪০), সাধনা রানী (২৫), আব্দুর রশিদ (২৭), আনিসুল (১০), মরিয়ম (৪৫), উম্মে সালমা (১৪), ফৌজিয়া (৫৫), জলব উদ্দিন (৩৫), ফজর আলী (৩৫), সিরাজুল ইসলাম (২২), নজরুল ইসলাম (৪০) এবং লিপি বেগম (২৫)। নিহত ও আহতদের প্রায় সকলেই দিনমজুর।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।