রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
এম আই ফারুক, কালের খবর : বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর বিরোধীতা করে ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে সম্পাদক পরিষদ। শনিবার সম্পাদক পরিষদ এ ধরনের ঘোষণা দিয়েছে।
২৯ সেপ্টেম্বর সকাল ১১ টার ওই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি এক বিবৃতির মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হয়। এছাড়া পুলিশ চাইলে অনুমতি ছাড়াও যে কাউকে তল্লাশিসহ আটক করারও অনুমোদন দেওয়া হয়।
শনিবার বিকেলে ডেইলি স্টার সেন্টারে সম্পাদক পরিষদের বৈঠকে ২৯ সেপ্টেম্বরের কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে আলোচনায় উঠে আসে ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপসহ বাক স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায়ের প্রসঙ্গ।