বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদনে সাংবাদিক অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার। কালের খবর তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর
নবীনগরে দিনে দুপুরে ডাকাতি : ৮০ লাখ টাকার স্বর্ণালংকার লুট। কালের খবর

নবীনগরে দিনে দুপুরে ডাকাতি : ৮০ লাখ টাকার স্বর্ণালংকার লুট। কালের খবর

 

নবীনগর থেকে মো:কবির হোসেন, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদর মার্কেটে বুধবার (২৯/০৮) বিকেলে একটি স্বর্র্ণের দোকানে ডাকাতি সংগঠিত হয়েছে। নবীনগর সদর মার্কেট সালাম রোডের লক্ষী ভান্ডার শিল্পালয়ে দিনে দুপুরে এ ডাকাতি সংগঠিত হয়।

ডাকাতরা দোকানের তালা ভেংগে নির্ভিগ্নে দোকানে সজ্জিত প্রায় ৮০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে সিএনজি দিয়ে চলে যায়। থানা প্রশাসনের মাত্র ৫০ গজের মধ্যে ব্যাস্ত এ সড়কে রাস্তার ওপাশে এপাশে অন্যান্য দোকান খোলা থাকা অবস্থায় এ ডাকাতি হতভম্ব করেছে সবাইকে। প্রশ্ন কিভাবে সম্বভ ?।
জানা যায়, লক্ষী ভান্ডার শিল্পালয়ের মালিক মধু সুদন বর্মন ও তার কর্মচারী দুপুরে আনুমানিক ২.৫০ মিনিটে সময় দোকান তালা দিয়ে বাড়িতে খেতে যায়। আনুমানিক ৩.২৫ থেকে ৩.৪৫ মিনিট সময়ের মধ্যে একটি নাম্বারবিহীন সিএনজি সালাম রোডের ওই দোকানের সামনে এসে দাড়ায়। সিসি ক্যামেরার ফুটেছে দেখা যায় ওই সময় ওই রোডে মানুষের চলাচলা একটু কম থাকার সুবাদে সিনএজি থেকে ৫./৭জন যুবক নেমে ওই দোকানে সাটারের সামনে একটি পর্দা টাঙ্গিয়ে ধরে। তারপর তালা ভেংগে দোকানের সোকেজে সজ্জিত অবস্থায় রক্ষিত সকল স্বণালংকার্র লুট করে সার্টারে নতুন তালা লাগিয়ে সামনে দাড়ানো ওই সিএনজি দিয়ে নির্ভিগ্নে চলে যায়।

আনুমানিক পৌনে ৫টার দিকে ওই দোকানের মালিক এসে দোকানে খুলতে যেয়ে দেখে নতুন তালা লাগানো। পরে তালা ভেংগে দেখে দোকান খালি। খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) রাজু আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় আমারা হতভম্ব, বাজারে লাগানো সিসি ক্যামেরা থেকে এ দৃশ্য দেখতে পাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com