নবীনগর থেকে মো:কবির হোসেন, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদর মার্কেটে বুধবার (২৯/০৮) বিকেলে একটি স্বর্র্ণের দোকানে ডাকাতি সংগঠিত হয়েছে। নবীনগর সদর মার্কেট সালাম রোডের লক্ষী ভান্ডার শিল্পালয়ে দিনে দুপুরে এ ডাকাতি সংগঠিত হয়।
ডাকাতরা দোকানের তালা ভেংগে নির্ভিগ্নে দোকানে সজ্জিত প্রায় ৮০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে সিএনজি দিয়ে চলে যায়। থানা প্রশাসনের মাত্র ৫০ গজের মধ্যে ব্যাস্ত এ সড়কে রাস্তার ওপাশে এপাশে অন্যান্য দোকান খোলা থাকা অবস্থায় এ ডাকাতি হতভম্ব করেছে সবাইকে। প্রশ্ন কিভাবে সম্বভ ?।
জানা যায়, লক্ষী ভান্ডার শিল্পালয়ের মালিক মধু সুদন বর্মন ও তার কর্মচারী দুপুরে আনুমানিক ২.৫০ মিনিটে সময় দোকান তালা দিয়ে বাড়িতে খেতে যায়। আনুমানিক ৩.২৫ থেকে ৩.৪৫ মিনিট সময়ের মধ্যে একটি নাম্বারবিহীন সিএনজি সালাম রোডের ওই দোকানের সামনে এসে দাড়ায়। সিসি ক্যামেরার ফুটেছে দেখা যায় ওই সময় ওই রোডে মানুষের চলাচলা একটু কম থাকার সুবাদে সিনএজি থেকে ৫./৭জন যুবক নেমে ওই দোকানে সাটারের সামনে একটি পর্দা টাঙ্গিয়ে ধরে। তারপর তালা ভেংগে দোকানের সোকেজে সজ্জিত অবস্থায় রক্ষিত সকল স্বণালংকার্র লুট করে সার্টারে নতুন তালা লাগিয়ে সামনে দাড়ানো ওই সিএনজি দিয়ে নির্ভিগ্নে চলে যায়।
আনুমানিক পৌনে ৫টার দিকে ওই দোকানের মালিক এসে দোকানে খুলতে যেয়ে দেখে নতুন তালা লাগানো। পরে তালা ভেংগে দেখে দোকান খালি। খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) রাজু আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় আমারা হতভম্ব, বাজারে লাগানো সিসি ক্যামেরা থেকে এ দৃশ্য দেখতে পাই।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি