শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর
দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদারকে হত্যা করল যুবলীগ নেতা। কালের খবর

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদারকে হত্যা করল যুবলীগ নেতা। কালের খবর

দাউদকান্দি প্রতিনিধি, কালের খবর  : যুবলীগ নেতার ঘুষিতে বাবুল হোসেন তালুকদার নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন তালুকদার পদুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একই গ্রামের বাসিন্দা। অপরদিকে অভিযুক্ত রবিউল একই ইউনিয়নের যুবলীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পদুয়া ইউনিয়নের সৈয়দখার কান্দি গ্রামে ভিজিএফের চাল বিতরণ করার সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি রবিউল পরিমাণে কম চাল বিতরণের অভিযোগ আনে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন তালুকদারের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তিনি চেয়ারম্যানকে ধাক্কা ও ঘুষি মারেন। এতে চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েন।

পরে বাড়িতে নেয়া হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা তাকে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে চেয়ারম্যানের মৃত্যুর বিষয়ে থানায় মামলা দায়ের নিয়ে জটিলতা দেখা দিয়েছে। দণ্ডবিধির কোন ধারায় পুলিশ মামলা নেবে এ নিয়ে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সিদ্ধান্ত নিতে পারেনি।

রাত সোয়া ১১টায় দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, চেয়ারম্যানের মরদেহ বর্তমনে থানায় রাখা হয়েছে, ঈদের দিন হলেও বুধবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি, কারণ মামলা ৩০২ ধারায় (হত্যা) নাকি অনিচ্ছাকৃত আঘাতের কারণে ৩০৪ ধারায় মামলা হবে এ নিয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে, হয়তো রাতের মধ্যেই মামলা হতে পারে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com